আচমকাই ব‍্যাঙ্কের একাধিক গ্ৰাহকের একাউন্টে জমা হচ্ছে টাকা , প্রেরক কে জানেন না বাঁকুড়ার দিঘলগ্ৰামের গ্ৰাহকরা

15th February 2020 বাঁকুড়া
আচমকাই ব‍্যাঙ্কের একাধিক গ্ৰাহকের একাউন্টে জমা হচ্ছে টাকা , প্রেরক কে জানেন না বাঁকুড়ার দিঘলগ্ৰামের গ্ৰাহকরা


ব্যাঙ্ক আকাউন্টে টাকা ঢুকছে এন ই এফ টি র মাধ্যমে , কিসের টাকা , কেন দেওয়া হচ্ছে ধন্দে বাঁকুড়ার দিঘলগ্রাম এলাকার গ্রাহকরা। গ্রাহকদের ব্যাঙ্ক আকাউন্টে টাকা ঢুকছে এন ই এফ টি র মাধ্যমে  পাঁচ হাজার থেকে এক লক্ষ টাকা । বেশিরভাগ গ্রাহকের আকাউন্টেই এই টাকা ঢুকেছে । কিসের টাকা কেনই বা একটি বিশেষ ব্যাঙ্কের নির্দিষ্ট শাখার গ্রাহকদের এই টাকা দেওয়া হচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ । ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার দিঘলগ্রাম এলাকার একটি গ্রামীন ব্যাঙ্কের শাখায় ।  গত সাত ফেব্রুয়ারি বাঁকুড়ার ইন্দাস থানার দিঘলগ্রাম এলাকার গ্রামীন ব্যাঙ্কের একটি শাখায় নিজের পাস বই আপ টু ডেট করাতে গিয়ে এক গ্রাহক দেখেন তাঁর আকাউন্টে এন ই এফ টি র মাধ্যমে কিছু টাকা জমা পড়েছে । বিষয়টি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। কিন্তু কেন এই টাকা দেওয়া হচ্ছে তা এখনও পরিস্কার নয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছেও ।

            ছবি : দেবব্রত মন্ডল 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।